তিতুমীর কলেজে পানির ফিল্টার স্থাপন করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য সুপেয় ও নিরাপদ পানির ব্যবস্থা করতে দুটি পানির ফিল্টার স্থাপন করেছে কলেজ শাখা ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) কলেজের তোলপাড় ক্যান্টিন ও অপরাজিতা মেয়েদের হলে ফিল্টার স্থাপন করা হয়।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জলিল আদিক এ ফিল্টার স্থাপনের উদ্যোগ নেন। এর আগে তার উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্পও পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ তাহমিনা ইসলাম বলেন, –‘পানির অপর নাম জীবন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করায় ছাত্রদলের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতেও তারা যেন এ ধরনের সেবামূলক কাজে যুক্ত থাকে, সেটাই প্রত্যাশা।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, –‘ঢাকায় বিশুদ্ধ পানির অভাব প্রকট। অনেক শিক্ষার্থী সুপেয় পানি না পেয়ে জন্ডিসে আক্রান্ত হয়। ছাত্রদলের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।’
জলিল আদিক বলেন, –‘শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। সুপেয় পানির জন্য ফিল্টার দিয়েছি। তিতুমীর কলেজে ছাত্রবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব। প্রতিহিংসার রাজনীতি নয়, প্রতিযোগিতার রাজনীতি করতে চাই।’



