রাজনীতি

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হতে চান সাবেক যুবদল নেতা আরাফাতুর রহমান আপেল

নিজস্ব প্রতিবেদক:

বগুড়া-৬ আসনকে ‘জিয়া পরিবারের আসন’ আখ্যা দিয়ে সেখানে জিয়া পরিবার থেকে কেউ অংশ না নিলে নিজে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন যুবদলের সাবেক নেতা আরাফাতুর রহমান আপেল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ইচ্ছা ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে আরাফাতুর রহমান আপেল লিখেছেন, বগুড়া-৬ আসন জিয়া পরিবারের আসন। যদি এই আসনে জিয়া পরিবার বাদ দিয়ে কেউ নির্বাচনে আসতে চায়, তাহলে আমি বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।

তিনি আরও উল্লেখ করেন, আমার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে অনেক অত্যাচার সহ্য করেছি । তারপরও আমি চেষ্টা করেছি জিয়া পরিবারের আসনে দলীয় ভাবমূর্তি ধরে রাখতে। তাই এবার আমি নিজেই এই আসনে নির্বাচনে অংশ নিতে চাই।

আরাফাতুর রহমান আপেল তার পোস্টে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য সজ্জন ও কর্মীবান্ধব বিএনপি নেতা আরাফাতুর রহমান আপেল বগুড়া সদর আসনে বিপুল জনপ্রিয় এক নাম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারা নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের পাশে থেকে তিনি সবসময় সহযোগিতা করেছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button