নাটক

বিমূর্ত কাহিনির পথ ধরে পুতুলনাট্যের নতুন অভিযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে গতকাল মঞ্চস্থ হলো ব্যতিক্রমধর্মী পাপেট থিয়েটার শো ‘ইনভিজিবল স্টোরিজ’। ফরাসি ও বাংলাদেশি শিল্পীদের যৌথ প্রযোজনায় এই অভিনব নাটকটি দর্শকদের নিয়ে গেছে এক পরাবাস্তব অভিযাত্রায়— যেখানে ভূতের গল্পে লুকিয়ে আছে স্মৃতি, ব্যর্থতা আর সাংস্কৃতিক প্রতিচ্ছবি।

‘ইনভিজিবল স্টোরিজ’ এককথায় শুধুই নাটক নয়, এটি এক অনুভব-নির্ভর শিল্পভাষা। নাটকে নেই প্রচলিত সংলাপের ব্যবহার— বরং দেহভঙ্গি, রঙ, আলো ও নীরবতার মাধ্যমে নির্মিত হয়েছে নাট্য-আখ্যান। ঢাকার অলিগলি থেকে শুরু হয়ে গল্পটি বিস্তৃত হয়েছে সুন্দরবনের রহস্যময় গভীরে, যেখানে বিজ্ঞানী চরিত্ররা ভূতের অস্তিত্ব নিয়ে গবেষণা করছে।

পাপেট, নৃত্য, গান, নীরবতা ও আবেগের সংমিশ্রণে নাটকটি হয়ে ওঠে এক জাদুকরী অভিজ্ঞতা। এখানে ভূত মানে শুধু ভয় নয়— বরং অতীতের ছায়া, মানসিক অনুশোচনা, হারানো প্রেম কিংবা অপূর্ণতা।

নাটকটির নির্দেশক ফরাসি পাপেটিয়ার লহি ক্যানাক, যিনি শরীর ও কল্পনা মিলিয়ে গড়ে তোলেন এক অনন্য নাট্যভাষা। তার সঙ্গে ছিলেন বাংলাদেশি শিল্পী মো. ফারহাদ আহমেদ— একজন দক্ষ অভিনয়শিল্পী, পাপেটিয়ার এবং নৃত্যপরিচালক। তাঁরা যৌথভাবে গড়ে তুলেছেন এই কল্পলোক।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোম্পানি ‘গ্রেন দ্য ভি’র প্রতিষ্ঠাতা ক্যানাক এর আগে থিয়েটার: একোল দ্য পাসাজে প্রশিক্ষণ নেন কিংবদন্তি থিয়েটার ব্যক্তিত্ব নিলস অ্যারেস্ট্রাপ ও আলেকজান্দ্রে দেল পেরুজিয়ার অধীনে। এই প্রযোজনাটি সেই ঐতিহ্য আর নতুন ধারার সম্মিলন।

‘ইনভিজিবল স্টোরিজ’ দুই দিনব্যাপী ঢাকায় মঞ্চস্থ হওয়ার পর আগস্টে ফ্রান্সের বিভিন্ন শহর— শারলভিল-মেজিয়ের, প্যারিস, কলুনি, ডিজ ও বেসাঁসোঁ— ঘুরে পরিবেশিত হবে। আন্তর্জাতিক এ যাত্রায় বাংলাদেশি শিল্পী ফারহাদ আহমেদ ও স্বাতী ভদ্র অংশ নেবেন।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আমন্ত্রণে আবারও মঞ্চস্থ হবে এই নাটক। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিতব্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত, তবে আসন সীমিত।

‘ইনভিজিবল স্টোরিজ’ প্রমাণ করে, পুতুলনাট্য কেবল শিশুদের বিনোদন নয়— এটি হতে পারে এক গভীর দার্শনিক ও সাংস্কৃতিক অন্বেষণ। যেখানে ভূতের গল্প মানে এক অদৃশ্য স্মৃতির মুখোমুখি দাঁড়ানো, সমাজ-মনস্তত্ত্বের পরতে পরতে ঢুকে পড়া অনুভবের প্রতিচ্ছবি। এই নাট্যযাত্রা যেন আমাদের নিজস্ব সংস্কৃতির গভীর রূপ উন্মোচনের এক নিরবতাপূর্ণ ডাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button