জাবি নিয়ে আমির হামজার কোনো দাবিই সত্য নয়: প্রশাসন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে ইসলামিক বক্তা আমির হামজার সাম্প্রতিক মন্তব্যকে ‘ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যমূলক’ বলে নাকচ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির হামজা দাবি করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন। অথচ ওই বিভাগ চালু হয় ২০১১ সালে এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হয়। ফলে তার বক্তব্য সম্পূর্ণ অসত্য।
এছাড়া তিনি অভিযোগ করেছেন, আবাসিক হলে শিক্ষার্থীদের ‘মদ দিয়ে কুলি করতে’ দেখা গেছে এবং শিক্ষকেরা ছাত্রদের হাতে লাঠিপেটার শিকার হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বর্ণনাকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ আখ্যা দিয়ে জানায়, আবাসিক হলে মদ দিয়ে কুলি করার ঘটনা কখনো ঘটেনি এবং শিক্ষার্থীরা শিক্ষককে লাঠি দিয়ে পেটানোর কথাও সম্পূর্ণ মনগড়া।
প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ও প্রশংসনীয়। একটি জাতীয় স্বনামধন্য প্রতিষ্ঠান সম্পর্কে এ ধরনের অসত্য মন্তব্য শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করে এবং তা উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমির হামজাকে ভবিষ্যতে এমন ভিত্তিহীন বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এবং জনসম্মুখে তথ্য উপস্থাপনে বস্তুনিষ্ঠ থাকার আহ্বান জানিয়েছে।



