খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি:
এমন উৎকণ্ঠার রাত বাংলাদেশ দেখেনি আগে। কেবল একজন নেত্রীর জন্য দেশব্যাপী এতা বেশি উদ্বিগ্ন হননি কখনো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে আজ গভীর রাত পর্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা ও অপেক্ষায় জেগে আছে গোটা দেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম; সর্বত্র তার সুস্থতা কামনায় মানুষ দোয়া করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে সমর্থন ও প্রার্থনার বার্তা। রাজনীতির ঊর্ধ্বে উঠে বহু মানুষ এই মুহূর্তে একজন প্রবীণ রাজনীতিক ও দেশের এক গুরুত্বপূর্ণ সময়ের নেতৃত্বদানকারী মানুষটির জন্য উদ্বেগ প্রকাশ করছেন।
দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। বয়সজনিত শারীরিক দুর্বলতার পাশাপাশি তার রয়েছে লিভার, কিডনি ও ফুসফুস-সংক্রান্ত জটিলতা। চিকিৎসকরা তার অবস্থাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবেই বিবেচনা করছেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন। আজ সন্ধ্যার পর থেকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে— এমন খবর ছড়িয়ে পড়লে সর্বত্র উদ্বেগ আরও বেড়ে যায়।
এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। অনেকেই হাতে তুলে নিয়েছেন প্ল্যাকার্ড, যেখানে লেখা— ‘মায়ের জন্য দোয়া’, ‘খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি’, ‘আল্লাহ, তাঁকে হেফাজত করুন’। সেখানে নীরব দাঁড়িয়ে চোখের জল ফেলে দোয়া করতে দেখা গেছে অনেককেই।
বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতারা জানিয়েছেন— ‘বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক ব্যক্তিত্ব।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনীতির বাইরে থাকা বহু মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা তার সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন। কেউ লিখছেন— ‘রাজনীতি যাই হোক, একজন অসুস্থ মানুষের জন্য মানুষ হয়ে দোয়া করাটাই বড় দায়িত্ব’; কেউ আবার বলছেন— ‘এই রাতে পুরো দেশ যেন নিঃশব্দে তার সুস্থতার জন্য প্রার্থনা করছে।’
বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক রাজনীতির পুনরুদ্ধারে তার ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে তিনি আর সক্রিয় রাজনীতিতে নেই, কিন্তু তার নাম এখনও দেশের রাজনীতিতে এক গভীর প্রভাব রাখে। এই কারণেই হয়তো আজ তার অসুস্থতার খবরে পুরো দেশ নীরব ও ভারাক্রান্ত হয়ে পড়েছে।
রাত যত গভীর হচ্ছে, মানুষের উৎকণ্ঠাও তত বাড়ছে। কেউ টেলিভিশনের সামনে, কেউ মোবাইল ফোনের পর্দায়, আবার কেউ প্রার্থনায় নত হয়ে অপেক্ষা করছেন— একটি আশার খবরে। এই মুহূর্তে দেশের মানুষের একটাই চাওয়া— ‘তিনি সুস্থ হয়ে উঠুন, মানুষের মাঝে আবার ফিরে আসুন।’
বাংলাদেশ আজ সত্যিই এক অভূতপূর্ব নীরবতা ও প্রার্থনার মধ্যে আছে। খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন বাংলাদেশ।
ডিআর/বাংলাপরিসর



