বিনোদন

মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাচ্ছেন শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক:
অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের পর মধুচন্দ্রিমায় যাচ্ছেন মালদ্বীপে। আগামী মাসে স্বামী তানজিম তৈয়বের সঙ্গে এই সফরে যাচ্ছেন তিনি।

শবনম ফারিয়া জানিয়েছেন, বিয়ের পর অনুরাগীদের স্বাভাবিক কৌতূহল থাকে—হানিমুনে কোথায় যাচ্ছেন তারা। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, মালদ্বীপই তাদের গন্তব্য।

গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফা-য় ঘনিষ্ঠজন ও আত্মীয়দের উপস্থিতিতে ফারিয়া ও তানজিম তৈয়বের বিয়ে সম্পন্ন হয়। বর রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

অভিনেত্রী আরও জানান, চলতি বছরের শেষে সহকর্মী ও স্বজনদের নিয়ে একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। তবে তার আগেই মালদ্বীপ সফরে যাচ্ছেন তারা।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ফারিয়া। সেই সংসার টিকেছিল মাত্র ১ বছর ৯ মাস। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গেলেও এবার তিনি আবারও নতুন জীবনে পথচলা শুরু করলেন।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে নাটকে জনপ্রিয় হয়ে ওঠেন শবনম ফারিয়া। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button